সাতক্ষীরার কলারোয়ার জয়নগর বদরুন্নেছা মাধ্যমিক বালিকা

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে তালাবদ্ধের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ার জয়নগর বাজার সংলগ্ন বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুসের অফিস রুমে বাহির থেকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

জানাযায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্কুল চলাকালিন সময়ে সহকারি শিক্ষকরা প্রধান শিক্ষকের রুমে মিটিং চলাকালিন সময়ে স্কুলের পিয়ন পদে নিয়োগের কিছু টাকা দিয়ে একটি টয়লেট তৈরীর দাবি জানায়। কিন্তু সেই দাবি প্রধান শিক্ষক নাকোচ করে দেওয়ায় সহকারি শিক্ষকরা প্রধান শিক্ষকের রুমে বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়। যাহাতে তিনি রুমের ভিতর প্রবেশ করতে না পারেন। এমনিই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, নিয়োগের টাকা প্রধান শিক্ষক একাই ভোগ করার চেষ্টা করছে আর সেই টাকা থেকে কিছু টাকা স্কুলের উন্নয়নের জন্য সহকারি শিক্ষকরা চাইতে গেলে এমনই বিপত্তি বাঁধে। এদিকে স্কুলের সহকারি শিক্ষকরা চাইছেন নিয়োগের সব টাকা প্রধান শিক্ষকের পকেটে না গিয়ে সেখান থেকে সামান্য কিছু টাকা দিয়ে স্কুলে একটি টয়লেট স্থাপন করা হউক। কিন্তু তাতেই প্রধান শিক্ষক রুহুল কুদ্দুসের আপত্তি। তিনি চাইছেন সব টাকা একাই ভোগ করবেন আর সেই বিষয়ে প্রধান শিক্ষকের সাথে সহকারি শিক্ষকদের আপোষ না হওয়ায় প্রধান শিক্ষকের রুমে বাইরে থেকে তালা বদ্ধ করে দেওয়া হয়। যাতে প্রধান শিক্ষক রুমের ভিতরে প্রবেশ করতে না পারেন।

এই বিষয়ে প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানিয়েছেন, তালা বন্ধকরে রাখার ঘটনাটি সত্য নয়, তার কাছে সহকারি শিক্ষকেরা স্কুলে একটি টয়লেট স্থাপনের জন্য কিছু টাকা চেয়েছে সেই টাকা দিতে অস্বীকার করায় তারা ক্ষুব্ধ আমার উপর। সেই বিষয়ে তাদের সাথে বাকবিতন্ডা হয়।

এদিকে আরোও জানাগেছে, শিক্ষকেরা তার কাছে অবমুল্যায়িত হন নানা সময়ে। দীর্ঘদিনের স্কুলটির দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি আজও শুধু তাই নয় স্কুলের প্রধান ফটকের গেটটির জরাজীর্ণ অবস্থা। এছাড়া স্কুলে নেই কোন শহীদ মিনার। বিদ্যালয়টিতে কয়েকটি ভবন রয়েছে কিন্তু সেগুলির কোন উন্নয়ন চোখে পড়েনি।