বুলগেরিয়ার উপহারের টিকা আসলো দেশে

বাংলাদেশকে উপহার হিসেবে ২ লাখ ৭০ হাজার ডোজ টিকা পাঠিয়েছে ইউরোপের দেশ বুলগেরিয়া।বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে টিকাগুলো ঢাকায় এসে পৌঁছেছে বলে জানা গেছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর দেশটির সরকারী তথ্য সেবা সংস্থার বরাত দিয়ে সোফিয়া গ্লোবে বাংলাদেশকে টিকা উপহার দেওয়া হবে এমন খবর প্রকাশিত হয়েছে।

সোফিয়া গ্লোবের খবরে বলা হয়, বুলগেরিয়া সরকার বেশ কয়েকটি দেশকে টিকা উপহার দেবে। এর মধ্যে বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রেজেনেকার টিকা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘বুলগেরিয়া অ্যাস্ট্রাজেনেকার যেসব টিকা কিনেছিল, তার একটা অংশ অব্যবহৃত থেকে যায়।’

‘এটা জেনে বুলগেরিয়ার কাছে আমরা ওই টিকা থেকে বিক্রি বা উপহার পেতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাই। আমাদের অনুরোধে সাড়া দিয়ে বুলগেরিয়া ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিতে সম্মত হয়।’

বুলগেরিয়ায় সমদূরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী দাউদ আলী জানান, বুলগেরিয়া এর আগে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানকেও ওই টিকা উপহার হিসেবে দিয়েছিল।