ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন রোনাল্ডো

মাঠে তিনি দুর্দান্ত। প্রতিপক্ষের জালা কাঁপিয়ে দিতে ওস্তাদ। তবে পর পর দুই ম্যাচে হেরে সমালোচনারমুখে পড়েছেন তিনি।

বলা হচ্ছে রিয়াল মাদ্রিদ প্রাণভ্রোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা।

সম্প্রতি ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন এ পর্তুগিজ উইঙ্গার। এর পরই যেন আগের রূপ হারিয়ে ফেলেছেন সিআর সেভেন।

টানা দুই ম্যাচ রিয়াল হারার পর নতুন করে ক্লাবটির সঙ্গে চুক্তি না করারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

তবে ফুটবল ছেড়ে দিলে ভবিষ্যতে কী করবেন সে বিষয়েও মুখ খুলেছেন রোনাল্ডো।

মাঠে দুর্দান্ত পারফর্ম করা রোনাল্ডো তার ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে বলেন, ভবিষ্যতে কী করবো এটা বলা কঠিন। কিন্তু একটা বিষয় আমার কাছে পরিষ্কার যে আমি বর্তমান নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করি।

তিনি বলেন, আমি আজীবন তরুণ থাকবো না। তবে এখনই নিজেকে কোচ হিসেবে দেখছি না।

নিজের ক্লান্তিকে জয় করার মন্ত্র জানালেন ৩২ বছর বয়সী রোনাল্ডো।

তিনি বলেন, আমি সব সময় ফুটবল খেলাকেই প্রাধান্য দেই। আর এই বিষয়টাই আমাকে সামনের দিকে পরিচালিত করে।

মেধার সঙ্গে কঠোর পরিশ্রমের উপরও গুরুত্ব দেন রোনাল্ডো।

তিনি বলেন, যদি তোমার মেধা থাকে তাহলে কঠোর পরিশ্রম করো। নিজেকে উজাড় করে দাও। তুমি অবশ্যই ভালো করতে পারবে। আর মেধা না থাকলে পরিশ্রম করা বাদ দাও।