ভারতীয় দলের ওপর হামলার শঙ্কা, পিসিবিকে মেইল

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে ভারতীয় ক্রিকেট দল। টি-২০ এবং ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রস্তুতি নিচ্ছে বিরাট কোহলিরা। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে।

ক্যারিবিয়ান দ্বীপে ভারতীয় ক্রিকেট দল যখন মহাব্যস্ত, ঠিক তখনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে একটি মেইল বার্তা এসেছে। সেখানে বলা হয়েছে, ক্যারিবীয় সফরে ভারতীয় দলের ওপর হামলা হতে পারে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের খবরে এমনটা জানানো হয়েছে।

অজ্ঞাতপরিচয় এক অ্যাকাউন্ট থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেইলে বার্তা পাঠানো হয়েছে। ভারতীয় দলের ওপর জঙ্গি হামলা হতে পারে। শুক্রবার (১৬ আগস্ট) মেইল পাওয়ার পর বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করেছে পিসিবি। সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও মেইলের একটি কপি পাঠিয়ে সতর্ক করা হয়েছে।

এছাড়া ক্যারিবিয়ান সরকারকেও সতর্ক করা হয়েছে। এরপরই অ্যান্টিগাতে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে ভারত-উইন্ডিজ।