ভারতের কাশ্মীরে ভয়াবহ তুষারপাত, দু’জনের মৃত্যু

ভারতশাসিত কাশ্মীরে বুধবার ভয়াবহ তুষারপাতে এক সেনাসদস্য এবং এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট ভারী তুষারপাতে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর আনাদোলুর।

ভারতের জম্মু ও কাশ্মীর প্রশাসন, অপ্রয়োজনে কাউকে বাড়ি থেকে বের হতে বারণ করেছে।

শ্রীনগরে বুধবার ঘরের চালে বরফের স্তূপ জমে তা ভেঙে পড়লে এইচসি মুরমু নামে আধাসামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হন।

এ ছাড়া কাশ্মীরে কুপওয়ারা জেলায় ৭২ বছর বয়সী রানি বেগম নামে এক বৃদ্ধা বরফচাপা পড়ে মৃত্যুবরণ করেন।

গত শনিবার রাত থেকে কাশ্মীরে ভয়াবহ তুষারপাত শুরু হয়। বরফচাপায় ৭০টিরও বেশি ঘরের চাল ভেঙে গেছে। এতে অনেকেই আহত হয়েছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ নেই কয়েক দিন ধরে।