ভার্জিনিটি সার্টিফিকেট দিয়ে বিয়ে করেছিলেন নাকি?

আমার এই ধরনের প্রশ্নের সম্মুখীন শুধু দক্ষিণ এশিয়ার ২/৩ টা দেশের মহিলার থেকে হতে হয়।

মহিলা : ‘আল্লাহ্‌, বিয়ে ছাড়া বাচ্চা হয় কিভাবে?’
আমি : ‘হায় আল্লাহ্‌, বিয়ে করার পর আপনারা বাচ্চা হত্যা (abortion or D&C)) করার লাইসেন্স পেলেন কোথা থেকে?
আমি জানি যে, বিয়ের পর মহিলারা সবচেয়ে বেশী ভ্রূণ হত্যা, অর্থাৎ ৯৭% বিবাহিত মহিলারা একাধিক abortion or D&C করে থাকেন (যদিও এইক্ষেত্রে শুধু মহিলাদের একা দায়ী নয়, স্বামীরাও দায়ী)।
মহিলা : ওয়েল, আমার শরীর, আমার চয়েজ!
আমি : ”তাহলে, আমার ভার্জিনিটি , আমার চয়েজ।
বাই দা ওয়ে, বিয়ের সময় ভার্জিনিটি সার্টিফিকেট দিয়ে বিয়ে করেছিলেন নাকি? কিভাবে প্রমাণ করলেন আপনি মিস ভার্জিন ছিলেন?

** তবে হ্যাঁ, এখনো সমাজে ভার্জিন ছেলে বা মেয়ে আছে। শুধু কাউকে প্রশ্ন করার আগে ভাবুন, কথাগুলো কতখানি সামঞ্জস্য।

(ফেসবুক থেকে সংগৃহীত)