মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২০

মাগুরা প্রতিনিধি : মাগুরার আমুড়িয়া গ্রামে বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামীণ সংঘর্ষে অন্তত ২০ জন আহত ও কমপক্ষে ৩০টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানাযায়- গ্রামীণ আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মহব্বত আলী ও মশিয়ার মেম্বরের অনুসারিদের মধ্যে দীর্ঘদিন ধরে রেশারেশি চলে আসছিল। ইতিপূর্বে তাদের মধ্যে একাধিক রক্তক্ষয়ী সংঘষের ঘটনাও ঘটেছে। এরই সূত্র ধরে সকাল ৯টার দিকে মাত্র ১৫শ টাকা দেনার কথা বলে মহব্বত গ্রুপের রেজাউল এর সাথে মশিয়ার মেম্বরের সমর্থক গোলাম রসুল কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে রেজাউল, উজ্জল, রবিউলসহ প্রায় ৫০ জনের একটি দল রামদা, ছ্যানদা, লাঠিসহ আদীম অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে মশিয়ার মেম্বরের সমর্থকদের উপর হামলা চালায়। এতে মুজিবর, কিবলু, গোলাম রসুল, আযুব, তরিকুল, ডাবলু, মঞ্জু, গোলাম নবী, মুজিবর, বাদশাসহ অন্তত ২০ জন আহত হয়। এ সময় কমপক্ষে ৩০টি ঘরবাড়িতে ভাংচুর চালানো হয়। আহতদের মধ্যে ৭জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।