মুন্সিগঞ্জের লৌহজংয়ে ১০০ মণ জাটকা ফেলে পালিয়ে গেলেন পাচারকারীরা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। শনিবার (১০ এপ্রিল) ভোর ৪টায় উপজেলার হলদিয়া নামক স্থানে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

এসময় তল্লাশি চালিয়ে ২০ ড্রামভর্তি জাটকা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, শিমুলিয়া ঘাট থেকে ঢাকায় জাটকা নেয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হলদিয়া এলাকার সড়কে অবস্থান নেয় পুলিশ।

পুলিশ দেখতে পেয়ে ভোরে ওই সড়কে একটি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যান পাচারকারীরা। এরপর ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে সকালে স্থানীয় এতিমখানা, মাদরাসা ও দুঃস্থ পরিবারের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।

সিরাজুল কবীর আরও জানান, জড়িতদের আটক করা যায়নি। পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। পিকআপ ভ্যানটির সামনে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগানো রয়েছে।