‘মেট্রোপলিটন সরকার’ গঠন অপরিহার্য হয়ে পড়েছে

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ঢাকা মহানগরের উদ্যোগে ‘মেট্রোপলিটন সরকার’গঠনের দাবিতে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দলের কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর জেএসডির সমন্বক কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, মহানগরের নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রয়োজনে ‘মেট্রোপলিটন সরকার’ গঠন অপরিহার্য হয়ে পড়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের প্রতিনিধি সমন্বয়ে ‘মেট্রোপলিটন কাউন্সিল’ গঠিত হবে। নির্বাচিত মেয়রের নেতৃত্বে মেট্রোপলিটন উপদেষ্টা কাউন্সিল ও মেট্রোপলিটন প্লানিং কমিশন ইত্যাদি গঠনের মধ্য দিয়ে মহানগরকে আধুনিক ব্যবস্থায় উন্নীত করা হবে। মেট্রোপলিটন সরকার সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে। এই নতুন ব্যবস্থাপনায় জনগণের সকল অংশের মতামতের প্রতিফলন ঘটবে এবং মানুষের মনে অংশীদারিত্বের চেতনা জাগ্রত হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য ইউসুফ সিরাজ খান মিন্টু, ঢাকা মহানগর পশ্চিমের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, ঢাকা মহানগর পূর্বের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কামাল উদ্দিন মজুমদার সাজু, ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক আবদুল মান্নান, মইনুল আলম রাজু প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেন, উত্তরের যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন স্বপন, মোঃ ফজলুর ইসলাম খান, আলমগীর কবির কচি, আবুল বাশার হারুন, মহানগর দক্ষিনের যুগ্ম আহবায়ক মোঃ শামীম, মোঃ জিয়াউল হক জিয়া, মোঃ ইসমাঈল হোসেন, মহানগর পূর্বের যুগ্ম আহবায়ক কামরুল আহসান অপু, মোঃ আবুল কালাম, মোঃ রোবেল, মোঃ কামরুল হুদা লাভলু সহ চার মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।