মেসি-রোনালদো ছাড়াই বিশ্বের সবচেয়ে দামি একাদশ গঠন

সম্প্রতি বিশ্বের সমসাময়িক ফুটবলারদের নিয়ে সেরা একাদশ গঠন করেছে একটি জনপ্রিয় সংবাদমাধ্যম। যাতে জায়গা মেলেনি বিশ্বের দুই মহারথী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। যদিও এই একাদশটি যোগ্যতা কিংবা খেলার ভিত্তিতে গঠন হয়নি। হয়েছে অর্থিক বিবেচনায়।

কাঁড়ি কাঁড়ি ইউরো খরচ করে এখন ফুটবলার কিনছে ক্লাবগুলো। এখানেও প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিচ্ছে তারা। তাদের নিয়েই গঠিত হয়েছে বিশ্বের সবচেয়ে দামি একাদশ।

এই একাদশে ফরোয়ার্ড পজিশনে রয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও ফিলিপ কুতিনহো। তাদের বাজারমূল্য মেসি-রোনালদোর চেয়েও বেশি। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। আর এমবাপ্পেকে ১৮০ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে নিয়ে আসে তারা।

দামি একাদশের গোলরক্ষক পজিশনে জায়গা পেয়েছেন স্পেনের কেপা আরিজাবালাগা। গেল মৌসুমে অ্যাথলেটিক বিলবাও থেকে রেকর্ড ৮০ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভিড়িয়েছে চেলসি।

বিশ্বের দামি একাদশ

গোলরক্ষক: কেপা আরিজাবালাগা (চেলসি)

ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ), হ্যারি ম্যাগুয়ার (ম্যানইউ), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), কাইল ওয়াকার (ম্যান সিটি)।

মিডফিল্ডার: পল পগবা (ম্যানইউ), রদ্রি (ম্যানসিটি), ফ্র্যাঙ্কি ডি ইয়ং (বার্সেলোনা)।

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), ফিলিপ কুতিনহো (বার্সেলোনা)।