যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হাকিম (৩৮) ও শহিদুল ইসলাম (৪০) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁরা দু’জনই শ্রমিকের কাজ করতেন।

বুধবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে আব্দুল হাকিম নিজ বাড়িতে ও দুপুর ১২টার পরে শহিদুল ইসলাম বাড়ির পাশের একটি নারকেল গাছে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যান।

আব্দুল হাকিম উপজেলার রোহিতা ইউনিয়নের সরসকাটি গ্রামের তাহের সরদারের ছেলে এবং শহিদুল ইসলাম কাশিমনগর ইউনিয়নের নাঁদড়া গ্রামের বাসিন্দা।

রোহিতা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন জানিয়েছেন- আব্দুল হাকিম তার বাড়ির বৈদ্যুতিক মোটর চালিত নলকুপ মেরামত করতে যেয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং কাশিমনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. মতিয়ার রহমান জানান- শহিদুল ইসলাম তার বাড়ির পাশের নারকেল গাছে উঠে পাতা কাটার সময় নারকেল গাছেই বিদ্যুতায়িত হন শহিদুল।

ইউপি সদস্য মো. মতিয়ার রহমান বলেন, উপস্থিত লোকজন অনেক চেষ্টা করে শহিদুলকে গাছ থেকে নামাতে না পেরে বিদ্যুৎ অফিসে ফোন দেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিস থেকে সংযোগ বন্ধ করে দিলে মাটিতে পড়ে যান শহিদুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।