যশোরের মনিরামপুরে অতিথি পাখি শিকারের দায়ে দুই যুবককে জরিমানা

যশোরের মনিরামপুরে অতিথি পাখি শিকারের দায়ে দুই যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- মনিরামপুর উপজেলার খানপুর গ্রামের মাওলানা রফিকুল ইসলামের দুই ছেলে মারুফ হোসেন (২১) ও আবুল হাসান (৩৫)।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড আলী হাসান বলেন- সকাল সাড়ে ১০টার দিকে খানপুর বিলে বিভিন্ন স্থানে পাখি শিকার করছিল মারুফ ও হাসান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুটি অতিথি পাখিসহ তাদের আটক করে। পরে মারুফ ও হাসানকে ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী চার হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মনিরামপুর থানার উপ পরিদর্শক কানু চন্দ্র উপস্থিত ছিলেন। অতিথি পাখি সংরক্ষণ, আহরণ, শিকার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান।