যশোরের মনিরামপুরে বিল্ডিংয়ের ছাদ ধ্বসে কন্ট্রাক্টরের মৃত্যু

যশোরের মনিরামপুরে ছাদ ধ্বসে পড়ে রাজু হোসেন ( ৩২) নামের এক বিল্ডিং কন্ট্রাক্টরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে উপজেলার জালঝাড়া গ্রামের নূর ইসলামের ছেলে এবং উপজেলার কামালপুর গ্রামের কামরুজ্জামানের বিল্ডিং নির্মাণের সাব কন্ট্রাক্টর ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে রাজু জালঝাড়া গ্রামের নিজ বাড়ীর বিল্ডিংয়ের সামনের ছাদ সেন্টারিংয়ের কাঠ-বাস খুলছিল।

এসময় ছাদের সেন্টারিংয়ের বাস-কাট খুলে দেয়ার সাথেই ছাদ ধ্বসে পড়ে এবং সে ছাদের নিচেয় পড়ে চাপা পড়ে। তাৎক্ষনিক খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ছাদের নিচ থেকে তার দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে।

জালঝাড়া ওয়ার্ডের ইউপি সদস্য কুদ্দুস হোসেন, রাজুর ছাদধ্বসে নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

মনিরামপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন জানান- খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে বাড়ীর সামনের গেটের ধ্বসে পড়া ছাদের নিচ থেকে রাজুকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়। এসময় দেখা গেছে লাশের পেট থেকে ছাদ পড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।