যশোরের রাজগঞ্জে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘বাল্য বিবাহকে ‘না’ বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগান সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) সকালে উক্ত বিদ্যাপীঠের হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মনিরামপুরের আয়োজনে, দারিদ্র মহিলাদের জন্য সম্বনিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)—২য় পর্যায় এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন— উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আমিনুল বারী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন— উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারি প্রোগামার প্রলাদ দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজন কুমার প্রামানিক, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম চারকলাদার প্রমুখ।

এছাড়াও এ অনুষ্ঠানে অত্র বিদ্যাপীঠের সকল শিক্ষক, কর্মচারী, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনানুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের শিক্ষার্থীদেরকে সেনিটেশন উপকরণ সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন— সহকারী শিক্ষক মাহাবুর রহমান।