রমনার বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ

বিদায় ১৪শ ২৫; স্বাগতম ১৪শ ২৬ বঙ্গাব্দ। কালের গর্ভে হারিয়ে গেলো একটি বছর। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রমনার বটমূলে চলছে বর্ষবরণ অনুষ্ঠান।

সকাল সোয়া ছয়টায় শুরু হয় বাংলা বর্ষ বরণের এ অনুষ্ঠান। অনুষ্ঠানে জাতীয় সংগীত ও কথনের পাশাপাশি থাকছে ২৯টি বিভিন্ন সংগীত।

সেই সঙ্গে চারুকলা থেকে বের হবে ইউনেস্কো বিশ্ব সংস্কৃতির অংশ মঙ্গল শোভাযাত্রা। ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’ এই প্রতিপাদ্যে পহেলা বৈশাখ সকাল ৯টায় বের হবে এই আনন্দ মিছিল। তাতে থাকছে আটটি শিল্পকাঠামো। দিনরাত খেটে চারুকলার শিক্ষার্থীরা তৈরি করেছেন এসব শিল্প কাঠামো।

বর্ষবরণের আয়োজনকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃংখলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছেন, এবারের উৎসবকে ঘিরে কোথাও কোনো আশঙ্কা নেই।

ঢাকার বাইরেও আছে বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন।