রাখাইনে ত্রাণ বিতরণের সুযোগ দিতে ‘রাজি’ মিয়ানমার

সহিংসতা কবলিত রাখাইনে বিশ্ব খাদ্য সংস্থাকে ত্রাণ কর্মসূচি পরিচালনার বিষয়ে ‘সবুজ সংকেত’ দিয়েছে মিয়ানমার। সংস্থাটি এর আগে ওই এলাকায় ত্রাণ তৎপরতা চালালেও গত দুই মাস ধরে তা বন্ধ করে দেয় দেশটি।বিশ্ব খাদ্য সংস্থার মুখপাত্র বেটিনা ল্যুশার শুক্রবার জেনেভায় সাংবাদিকদের একথা বলেছেন। খবর: রয়টার্স।

তিনি বলেন, তারা এখন পর্যন্ত কেবল ত্রাণ তৎপরতা শুরু করার সবুজ সংকেত পেয়েছেন। বিস্তারিত বিষয়ে এখনও মিয়ানমার সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে।

বেটিনা বলেন, ‘ওই এলাকার পরিস্থিতি এখন কেমন তা আমাদের আগে দেখতে হবে। তার আগে বিস্তারিত বলা সম্ভব হবে না।’

রাখাইনের উত্তরাঞ্চলে আগে এক লাখ ১০ হাজার মানুষের মধ্যে রেশন হিসেবে খাবার বিতরণ করত বিশ্ব খাদ্য সংস্থা। রোহিঙ্গা মুসলমানদের পাশাপাশি স্থানীয় বৌদ্ধরাও এ তালিকায় ছিল।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ শুরু করে দেশটির সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়ারা। এতে কয়েক হাজার রোহিঙ্গা নিহত হন।

গণহত্যা ও গণধর্ষণ থেকে বাঁচতে ছয় লক্ষাধিক রোহিঙ্গা সীমান্তবর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। এছাড়া রাখাইনের অভ্যন্তরে কয়েকটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে কয়েক হাজার রোহিঙ্গা।