রান্নাঘর থেকে ৪০টি সাপ উদ্ধার

এবার রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে ৪০টি বিষধর সাপের বাচ্চা। সঙ্গে দুটি বড় গোখরা। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুর মহকুমার কমলা গ্রামে।

শুক্রবার সকালে প্রতিদিনের মতো রান্নার কাজ করছিলেন বাড়ির গৃহকর্তী। রান্নার সময় ও নারী বুঝতে পারে কিছু একটা মাটি খুঁড়ে বাইরে আসতে চাইছে। মাটি কিছুটা আলগা করে দেয়ার পর একটি সাপের বাচ্চা প্রথমে বেরিয়ে আসে। গোখরা সাপের বাচ্চা দেখে চিৎকার করে ওঠেন গৃহকর্তা শংকর দাসের স্ত্রী।

সাপের বাচ্চা দেখে শঙ্কর দাস খবর দেন জেলার বন দফতর অফিসে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ছুটে আসেন একদল কর্মী। মাটি খুঁড়তে শুরু করেন। এরপরে এক এক করে বের হয় ৪০টি বিষধর গোখরা সাপের বাচ্চা এবং দুটি পূর্ণ বয়স্ক সাপ। ৪২টি সাপকেই উদ্ধার করে বন দফতরের কর্মীরা নিয়ে যান।

সাপের বাচ্চা উদ্ধারের সময় উপস্থিত হয় পিপলস ফর অ্যানিমেলস নামের একটি বন্যপ্রাণী সুরক্ষায় কাজ করার স্বেচ্ছাসেবী সংস্থা। ওই সংস্থার কর্মকর্তা গৌতম তাঁতি জানান, বন্যপ্রাণী রক্ষায় সবার ভূমিকা নেয়া উচিৎ। আমরা এইভাবে সাপ দেখে না মেরে বন দফতরকে খবর দিলে বন্যপ্রাণী রক্ষা পাবে।