রূপকথা প্রথম আসরেই, গুজরাট আইপিএল চ্যাম্পিয়ন

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৩১ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোচট খেলেন গুজরাট টাইটান্সের ওপেনার ঋগ্ধিমান সাহা। তবে শক্ত হাতে হাল ধরেন শুভমান গিল। কিন্তু তিনে নামা ম্যাথু ওয়েডও আট রানেই সাজঘরে। খানিকটা বিপদের শঙ্কা।

তবে বল হাতে রাজস্থানের ঘাম ঝরানো গুজরাট কাপ্তান হার্দিক পান্ডিয়াই ব্যাট হাতেও টাল সামলালেন। সামনে থেকে দিলেন নেতৃত্ব।

গিলের সাথে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে হার্দিক যখন প্যাভিলিয়নে ফিরলেন, তখন গুজরাট জয়ের অনেকটা কাছেই বলা যায়। এরপর ঝড় তোলেন ডেভিড মিলার।

আর সেই ঝড়েই রাজস্থান হারায় তার কাঙ্ক্ষিত রাজ্য। প্রথম আসরেই শিরোপা ঘরে তোলে গুজরাট।

এর আগে হায়দরাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে ৯ উইকেটে মাত্র ১৩০ রান তুলতে পেরেছিল সঞ্জু স্যামসনের রাজস্থান।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে গুজরাট পেসাররা উইকেটের সহায়তা আদায় করেছেন দারুণভাবে।

মোহাম্মদ শামি ও যশ দয়ালের টাইট বোলিংয়ে ইনিংসের প্রথম দুই ওভারে রাজস্থান হাঁকাতে পেরেছে মাত্র একটি বাউন্ডারি।