‘রোহিঙ্গাদের ফেরার কোনো সম্ভাবনা দেখছি না’

মিয়ানমারকে শুধুমাত্র আহ্বান জানানোর মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। এজন্য মিয়ানমারকে চাপ দিয়েই বাংলাদেশকে এই সমস্যার সমাধান করতে হবে। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি এ কথা বলেন।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার মতো এখনো কোনো পরিবেশ মিয়ানমার সৃষ্টি করেনি। ভাষাণচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ায় সন্তোষ জানিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান হি লি।

ইয়াং হি লি বলেন, ‘শুধু এখন নয় ভবিষ্যতেও রোহিঙ্গাদের ফেরার মতো কোনো সম্ভাবনা দেখছি না। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যথেষ্ট করেছে, বিশ্বের অন্য কোনো দেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া সম্ভব না। মিয়ানমারকে চাপ দিয়ে বাংলাদেশের সমস্যা সমাধান করতে হবে।’