লালমনিরহাটের কালীগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির মিছিল

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশ ব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চাপারহাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল সমর্থনে মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রোববার ( ১৯ নভেম্বর) সকাল ৯ টার দিকে বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এসময় আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচলকারী গাড়ি আটকে যায়।

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিধান চন্দ্র রায় ও যুগ্ম-আহবায়ক শামসুজ্জামান সবুজের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও তাঁর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বিধান চন্দ্র রায় জানান, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা হরতাল সারাদেশ ব্যাপী ৪৮ ঘণ্টার প্রথম দিনে লালমনিরহাট-জেলা কালীগঞ্জ উপজেলা চাপারহাট আঞ্চলিক মহাসড়কে হরতাল করেছি, ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের কর্মসূচি কালীগঞ্জে যথাযথভাবে পালন করা হবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ করির জানান, বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল করেছে বিষয়টি শুনেছি। পুলিশ সড়কে সতর্ক অবস্থায় রয়েছে । অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন রয়েছে।