লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছে।

রোববার ভোরে বুড়িমারী সীমান্তে এ ঘটনা ঘটেছে।

বর্ডারগার্ড বাংলাদেশ ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানী কমান্ডার বিল্লাল হোসেন বলেন, ‘দুই জন নিহতের কথা শুনেছি। সঠিক ঘটনা জানতে দুপুরে বিএসএফের সাথে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত দুই বাংলাদেশি নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

সীমান্ত সূত্র জানায়, রোববার (২৯ আগস্ট) ভোরে বুড়িমারী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৩ ও ৪ নম্বর সাব পিলারের নিকট দিয়ে বাংলাদেশি ৭-৮ জনের গরু পারাপারকারীদের একটি দল গরু আনতে যায়। ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কাঁটা তারের বেঁড়া অতিক্রম করে গরু পারপারের সময় ভারতীয় ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়ন ও জলপাইগুড়ি সেক্টরের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে ইউনুছ আলী (২৭) ও নীলফামারী জেলার ডিমলা উপজেলার সাগর চন্দ্র (৩৮), পিতা- অজ্ঞাত নিহত হয়। নিহতের লাশ ভারতের চ্যাংরাবান্ধার শ্মসানঘাট এলাকায় ভোর থেকে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত পড়ে থাকে। এরপর ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ লাশ নিয়ে যায়।

৬১ ব্যাটালিয়নের বুড়িমারী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বলেন, ‘দুই জন নিহতের কথা শুনেছি। সঠিক ঘটনা জানতে বুড়িমারী জিরো পয়েন্টে পতাকা বৈঠকের আয়োজন চলছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। বিএসএফ বেওয়ারিশ লাশ হিসেবে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে।’