লালমনিরহাটের হাতীবান্ধায় অগ্নিকান্ডে,৯টি দোকানের ক্ষতি দু’ কোটি টাকা 

লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায়  ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আরো কয়েকটি দোকান আংশিক পুড়ে যায়। এ অগ্নিকান্ডে ২ কোটি টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে বলে দাবী ভুক্তভোগী ব্যবসায়ীদের।
বুধবার (২৪ জানুয়ারী) ভোররাতে  হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, ভোররাতে বড়খাতা বাজারে একটি প্লাস্টিকের দোকানে থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে নয়টি দোকান নগদ টাকা ও মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।
বড়খাতা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহ সুলতান বলেন, দোকানের নগদ ৪ লক্ষ টাকা সহ প্রায় ৯০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। দুই ব্যাঙ্কে ঋণ নিয়ে ব্যবসা শুরু করছি এখন সব পড়ে গেল।
কাপড় ব্যবসায়ী রঞ্জিত বলেন, দোকানে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ছিল ভোর রাতেই সব পুড়ে ছাই হয়ে গেল। সব হারিয়ে আমরা এখন পথে বসে গেলাম।
বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অগ্নিকাণ্ডে তিনটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ৯টি দোকান মিলে দুই কোটি টাকা মালামাল পুড়ে গেছে।
হাতীবান্ধা  ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনির হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৯টি দোকানের মালামাল পুড়ে গেছে।