লালমনিরহাটের হাতীবান্ধায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন (হাতীবান্ধা – পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

ইউএনও নাজির হোসনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও জেসমিন নাহার, শিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মশিউর রহমান, সিন্দুর্না ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নূরল আমিন প্রমুখ।

বক্তাগন বলেন, মানব ইতিহাসে অন্যতম বর্বর নিষ্ঠুরতম গণহত্যার একটি রাত। একাত্তরের ২৫শে মার্চের সেই রাত।গভীর রাতের নিস্তব্ধতার মধ্যেই হঠাৎই ট্যাংকের গর্জন শুনতে পায় শহরবাসী। পাখির ডাক নয়। বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের লাখ লাখ জনসাধারণ জেগে ওঠে অবরত গোলাগুলির শব্দে।

বিশ্ব ইতিহাসে নৃশংসতম এবং বৃহত্তম এক গণহত্যার সূচনা হয় এভাবেই। যা পরিচালনা করেছিল তৎকালীন পাকিস্তানের সামরিক স্বৈরাচার জেনারেল ইয়াহিয়া খান।