লালমনিরহাটের হাতীবান্ধায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার লালমনিরহাটের হাতীবান্ধা কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

ইউএনও নাজির হোসেনের সভাপতিত্বে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ ও বিশ্ব পরিবেশ দিবস পালন বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মুনতাসির রহমান প্রমুখ।

আলোচনা শেষে গাছের চারা বিতরণ করা হয়। রংপুর বিভাগে কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪ টি গ্রুপের ৩০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির ২৬ শ’ ২০ টি গাছের চারা বিতরণ করা হয়। লিচু, আম, পেয়ারা, মালটা ও ঔষধি গাছসহ ৬ প্রকারের গাছের চারা বিতরণ করা হয়।