লালমনিরহাটে গভীর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

লালমনিরহাটে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) শহরের বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের শ্রদ্ধা জানাতে দিনের শুরু থেকে প্রশাসন ও সর্বস্তরের মানুষ ভিড় করে বঙ্গবন্ধু ম্যুরালে।

সকালে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, পৌরসভা, লালমনিরহাট জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, তাতীলীগ, মহিলা আওয়ামীলীগ,যুব মহিলালীগ সহ আওয়ামীলীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুল হাতে শ্রদ্ধা জানান।

এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

এ দিনে জেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল ,মন্দির, প্যাগোডা, গীর্জাসহ উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা এবং জেলার বিভিন্ন স্থানে অস্বচ্ছল, এতিম ও দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।