লিবিয়ায় বাংলাদেশ আ.লীগের আহ্বায়ক কমিটি গঠন

শাহজাহান মিঞাকে আহ্বায়ক এবং কায়েছ মাহমুদ খানকে সদস্য সচিব নির্বাচিত করে লিবিয়ায় বাংলাদেশ আ. লীগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্ম শতবার্ষিকী উদযাপন পরবর্তী মূহুর্তে প্রথম বারের মত লিবিয়ার পূর্বাঞ্চল বেনগাজীতে নেতৃবৃন্দের উপস্থিতিতে লিবিয়ার কেন্দ্রীয় কমিটি হিসেবে ঘোষণা করেন ওই প্রবাস কমিটির আহ্বায়ক মোঃ শাহজাহান মিঞা।

অতিসম্প্রতি (শুক্রবার ১৯ মার্চ) বেনগাজীস্থ অস্থায়ী কার্যালয়ে প্রবাসী বাংলাদেশ আ.লীগ নেতাকর্মীদের মতবিনিময় সভা শেষে ওই কমিটি ঘোষনাকালে উপস্থিত নেতৃবৃন্দরা বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড-তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য দিন রাত পরিশ্রম করে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা বিশ্ববাসীর কাছে আগ্রহের সৃষ্টি হয়েছে। এছাড়া বিদেশে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা পরিচয় দিতেও এখন গর্ববোধ করি।

লিবিয়ার বেনগাজি আ.লীগকে শক্তিশালী করতে সকলকে দ্বিধা বিভক্তি ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যেও আহ্বান জানান তাঁরা।

জানা গেছে, বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কমিটি ঢাকার দিক নির্দেশনা মোতাবেক পরিচালিত হওয়ার নিমিত্তে ওই আহ্বায়ক কমিটির অন্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক মাহবুব পাঠান, রিজাউল করিম, কুমার মজুমদার, হাসান খাইরুল, শওকত বেপারী, আবুল হোসেন, হালিম মিয়া, কামাল পারভেজ, সোজাত হোসেন, সানাউল্লাহ চৌধুরী, আবু সাঈদ, শহিদুল্লাহ, জসিম মিয়া, নন্দন পাল, শওকত মিয়া, জনার্দন দাস, বাবুল মিয়া, সাইদ মিয়া, আব্দুল কাদের, সাদ্দাম হোসেন, মানিক কুমার, আবুল হাসান, সম্রাট শাহজাহান, আজাদ আবুল কালাম, করিম সিবনাহ, আহমেদ কাজিমসহ জসিমকে সদস্য করে লিবিয়া বেনগাজীর কেন্দ্রীয় কমিটি হিসেবে ঘোষণা করে। এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।