শর্তসাপেক্ষে পুজেমনের মুক্তি

কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা কার্লেস পুজেমন এবং তার চার মন্ত্রীকে শর্তসাপেক্ষে মুক্ত দিয়েছে বেলজিয়ামের এক বিচারপতি। সোমবার বেলজিয়ামের প্রসিকিউটররা জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে তাদের আদালতে হাজিরা দিতে হবে বলে। খবর রয়টার্স।

দেশদ্রোহ এবং সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগে স্পেনের উচ্চ আদালত ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর রোববার বেলজিয়াম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন পুজেমন এবং তার চার সাবেক মন্ত্রী। আদালতের অনুমিত ছাড়া তাদের বেলজিয়াম ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসিকিউটরদের এক বিবৃতিতে বলা হয়েছে, পুজেমন, তার সাবেক সরকারের সাবেক কৃষিমন্ত্রী মেরিটশেল সেরেট, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অ্যান্টনি কোমিন, সাবেক সংস্কৃতিমন্ত্রী লুইস পুইজ এবং সাবেক শিক্ষামন্ত্রী ক্লারা পোনসেটকে ১৫ দিনের মধ্যে কাউন্সিল চেম্বারে হাজির হতে বলা হয়েছে।

এই পাঁচ আসামীর বিরুদ্ধে বিদ্রোহ, দেশদ্রোহিতা, সরকার তহবিলের অপব্যবহার, আইন অমান্য, এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

সোমবার সকালের মধ্যে একজন তদন্তকারী বিচারক সিদ্ধান্ত নেবেন যে স্পেনের একজন বিচারকের জারি করা ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা তিনি কার্যকর করবেন কি না। বিচারক তাদের গ্রেফতার করার সিদ্ধান্ত নিলে ৬০ দিনের মধ্যে তাদের স্পেনে পাঠিয়ে দেবে বেলজিয়াম।

স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা কাতালোনিয়ায় স্বাধীনতার দাবীতে অক্টোবরের ১ তারিখে গণভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৯০ শতাংশ ভোটার স্বাধীনতার পক্ষে রায় দেয়।

এর কয়েকদিন পরই স্বাধীনতার ঘোষণা দেয় কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট। কিন্তু কাতালোনিয়া সরকারের ওই ঘোষণাকে অসাংবিধানিক ঘোষণা দিয়ে কেন্দ্রীয় শাসন জারি করে স্পেন। তার পরেই পুজেমনসহ চার নেতাকে নিয়ে বেলজিয়ামে চলে যান।