সপরিবারে গ্রামে যাচ্ছিলেন এসআই মৃধা, সড়কে ঝরল মেয়ের প্রাণ

নাটোরের বড়াইগ্রামে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যের ১০ বছরের শিশুকন্যা মারিয়া তাসনিম মৃধার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে গাড়ীর আরো ৫ জন।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু কন্যা মারিয়া ঢাকার কদমতলী থানার উপ-পরিদর্শক আব্দুল জলিলের মেয়ে। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ও স্থানীয়রা জানান, ঢাকার কদমতলী থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল তার স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে মাইক্রোবাস যোগে ঈদের ছুটিতে নাটোরের সিংড়ায় গ্রামের বাড়ীতে যাচ্ছিলেন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকার একটি পেট্রল পাম্পের সামনে এসে অতিরিক্ত বৃষ্টির কারণে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিলের শিশুকন্যা মারিয়া মারা যায়।

খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ও বনপাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে এবং নিহত শিশুর মরদেহটি উদ্ধার করে।