সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্রে থাকা পাঁচ শতাধিক মানুষ পেলো বিজিবির খাদ্য সহায়তা

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার সেচ্ছাসেবক ও আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষের মাঝে শুখনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি।

রোববার (২৬) রাতে শ্যামনগরের নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক সিগন্যালস্ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদারের নির্দেশনায় উপকূলীয় এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়কের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় উপকূলীয় উপকূলীয় অঞ্চলসমূহের বিজিবি সদস্যগণ প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দুর্গত এলাকার জনসাধারণ বিশেষ করে বৃদ্ধ, নারী-শিশু এবং গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কার্যক্রম নিরলসভাবে অব্যাহত রেখেছেন।

নীলডুমুর ১৭ বিজিবির সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম জানান, বিজিবি সদস্যরা আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার সরবরাহ করাসহ দুর্যোগকবলিত মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সচেষ্ট রয়েছে। দুর্যোগ নিরসন না হওয়া পর্যন্ত পুলিশের এ মানবিক সহায়তা ও আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে।