সাতক্ষীরার কলারোয়ায় দারিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় দারিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রয়াত ইংরেজি শিক্ষক ওসমান আলী নুরানীর স্মরণে তার পুত্র মার্কিন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসের লওলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাকানিক্যাল বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ড.রফিকুল ইসলাম নুরানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর অর্থায়নে উপজেলার ৫১জন মেধাবী ও দারিদ্র শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি আড়াই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

নতুন বছরের প্রথম দিন ১জানুয়ারী রবিবার দুপুরে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ড.রফিকুল ইসলাম নুরানী লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উদ্যোগে সেখানে ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার প্রফেসর ড.রফিকুল ইসলাম জানান, ‘বিগত কয়েক বছর যাবত এই অনুদান প্রদান করে আসছেন, ভবিষ্যতেও এটা অব্যাহত রাখার ইচ্ছা আছে।’

শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বকর ছিদ্দিক, শেখ আমানুল্লাহ কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, মাজেদুল ইসলাম নুরানী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা প্রমুখ।

সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম পল্টুর সঞ্চলানায় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তরাসহ শিক্ষক ও ‍অন্যরা উপস্থিত ছিলেন।