সাতক্ষীরার জান্নাতের জিপিপি ফোরামে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশ্যে রওনা

গ্লোবাল পিপল পাওয়ার ফোরামে যোগ দিতে আফ্রিকার তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন সাতক্ষীরার বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জান্নাতুল মাওয়া তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বিমানটি কাতারের দোহা হয়ে তানজানিয়ায় ক্লিমানজারো এয়ারপোর্টে পৌঁছাবে।

এ ফোরামের প্রথম দিনে জান্নাতুল মাওয়া জলবায়ু মুভমেন্ট সানডে ফর উইমেন ক্লাইমেট জাস্টিজ বিষয়ে একটি আলোচনা করবেন এবং নারীদের জলবায়ুর সুবিচার নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে তুলে ধরবেন।

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জলবায়ু কর্মীরা এই ফোমারে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
আগামি ৬ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ ফোরাম চলবে।

জান্নাতুল মাওয়া ২০১৯ সাল থেকে কমিউনিটির নারীদের নিয়ে সানডে ফর উইমেন ক্লাইমেট জাস্টিজ নিয়ে স্টাইক করে আসছে। যেটি বিশ্বব্যাপি সমাদৃত হয়েছে।

জান্নাতুল মাওয়া সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর এলাকার আব্দুল জব্বারের মেয়ে ও অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের ছোট বোন।