সিরাজগঞ্জের বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল বারিক, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, পল্লীবিদ্যুৎ প্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন গম্যমান ব্যক্তিবর্গ প্রমূখ।