সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

“রুখবো দুনীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।

উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম,এ বাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আহমদ আলী সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বৈদ্য নাথ রায়
প্রমূখ।

ফাইনাল রাউন্ডে সোহাগপুর সরকারী এস কে পাইলট উচ্চ বিদ্যালয়, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শেরনগর এ,এস ফাজিল মাদ্রাসা ও বেলকুচি শিশু একাডেমী চারটি স্কুল অংশ গ্রহন করে। এতে শেরনগর এ,এস ফাজিল মাদ্রাসা প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করে বেলকুচি শিশু একাডেমী। বিচারকের দ্বায়িত্বে ছিলেন বেলকুচি সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আওয়াল, সাবেক সহকারী অধ্যাপক সুব্রত কুমার পাল, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হামিদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইসার মোঃ নাজির উদ্দিনসহ অন্যান্যরা।