সিরাজগঞ্জে মানব পাচার মামলার পলাতক আসামি মজিদ গ্রেফতার

সিরাজগঞ্জে মানব পাচার মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আব্দুল মজিদকে (৪৯) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৩০ আগস্ট) সকালে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আব্দুল মজিদ উল্লাপাড়া উপজেলার নাদা গ্রামের মৃত সালাম প্রামানিকের ছেলে।

র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার রাতে উল্লাপাড়ার লাহেড়ী মোহনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা ছিলো। মানব পাচার মামলা নং-৪/২৩।

তিনি আরও জানান, গ্রেফতার মজিদ ও তার সহযোগীরা সংঘবদ্ধ মানবপাচার দলের সক্রিয় সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকজনকে লিবিয়া, ইতালি, জার্মানিসহ বিভিন্ন দেশে ভাল মানের কাজ দেওয়ার আশ্বাষ দিয়ে নিয়ে যায়। পরে এই সকল লোকদের জিম্মি করে ফাঁদে ফেলে ভয়ভীতি, মারপিট করে তাদের অত্যাচার করতে থাকে। তাদের অত্যাচারে ভিকটিমদের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ভিকটিমের পরিবারের কাছে পাঠিয়ে দিয়ে তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করতো। এই চক্রটির দাবি টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। গ্রেফতার মজিদকে থানায় হস্তান্তর করা হয়েছে।