সিলেটে ফরিদ হত্যার রহস্য উদঘাটনে প্রশাসনের দৃষ্টি ‘পা কাটা গ্যাংদে’’ এর দিকে

সিলেটের কানাইঘাটে ফরিদ হত্যার রহস্য উদঘাটনে প্রশাসনের দৃষ্টি ‘পা কাটা গ্যাংদে’’ এর দিকে। সোমবার (৩১ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় গ্রামে এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোটরসাইকেলে যাওয়ার পথে ফরিদ উদ্দিনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। তিনি খাসাড়িপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে। তাকে হত্যার আগে আরেক একজনের পা কাটার ঘটনাও ঘটিয়েছিলো স্থানীয় একটি গ্যাং।
পুলিশ ধারণা করছে, ওই গ্যাং খুন হওয়া ফরিদের স্ত্রী’র ভাইয়ের পা কাটার পর এবার ফরিদকে খুন করতে পারে। খুন হওয়ার আগে ফরিদ নিজে ওই গ্যাংয়ের হত্যার হুমকির কথা জানিয়ে ফেসবুকে পোস্ট কওে ছিলেন। আলোচিত এ খুনের ঘটনার কিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে রহস্যাবৃত এ খুনের রহস্য উদঘাটনে পুলিশের পাশপাশি র‌্যাবও মাঠে নেমেছে।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, কানাইঘাটের খাসাড়িপাড়া গ্রামের বাড়িতে ফরিদের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামি শনাক্ত না হওয়ায় গ্রেফতার করা যায়নি। তবে ‘পা কাটা গ্যাং’ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে- এমন সন্দেহ পুলিশের।