সোহেলকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেনি’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার ভোররাতে রাজধানীর মালিবাগ থেকে হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অস্বীকার করছে।

সোহেলের নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত কনফার্ম, আমাদের নিরাপত্তা বাহিনী তাকে (সোহেল) অ্যারেস্ট করেনি। আমি কিছুক্ষণ আগ পর্যন্ত খবর নিয়েছি। হতে পারে তিনি নিজেই আত্মগোপন করেছেন, নতুন কোনো কৌশল তিনি অবলম্বন করতে পারেন।’

বৃহস্পতিবার খালেদা জিয়ার রায় ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘কেউ যদি নাশকতা করতে চায়, কেউ যদি ভাঙচুর করতে চায়, ২০১৩-১৪ সালের মতো কেউ জ্বালাওপোড়াও করতে চায়, একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মানুষকে জিম্মি করতে চায়, মানুষের রাস্তাঘাট বন্ধ করতে চায়, আমরা অবশ্যই সেটা প্রতিহত করবো।’

তিনি আরও বলেন, ‘জনগণের জানমাল রক্ষার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর, সেই কাজ দক্ষতার সঙ্গে নিরাপত্তা বাহিনী করতে পারবে। আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এ ধরনের কোনো কিছুই হবে না। কারণ আমাদের জনগণ সেগুলো আশ্রয়-প্রশ্রয় দেয় না। জ্বালাওপোড়াও তারা বিগত দিনেও প্রত্যাখ্যান করেছে, সামনের দিনেও তাই করবে।’