সোহরাওয়ার্দী উদ্যান এখন জনসমুদ্র

একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় পরবর্তী সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশ ইতোমধ্যে লাখো জনতার সমাগমে মহাসমাবেশে পরিণত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা থাকলেও সকাল ১০টার পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান জনারণ্যে পরিণত হয়।

লাল সবুজ রংয়ের ক্যাপ, গেঞ্জি পরিহিত হয়ে সমাবেশ মঞ্চের সামনে অবস্থান নেন তারা। তার সামনে লাল-সবুজ শাড়ি পরে অবস্থান নেন নারী নেতাকর্মীরা। এতে বিজয় সমাবেশস্থল লাল-সবুজে ছেয়ে যায়।

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের সঙ্গে ঢাক-ঢোলের বাদ্যে সোহরাওয়ার্দী উদ্যান উৎসবের আমেজ বিরাজ করছে।

অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয় উৎসবের সমাবেশকে ঘিরে সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব-পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরাও মাঠে আছে।

শনিবার ভোর থেকেই এ এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ-র‍্যাব-ডিবি-সাদাপোশাকে পুলিশসহ গোয়েন্দা সংস্থার বিপুল পরিমাণ সদস্য।

প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ের মাধ্যমে তল্লাশি চালিয়ে নেতাকর্মী ও মানুষকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। অনুষ্ঠানস্থলে আগত ব্যক্তিদের কোনো প্রকার হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করাসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।