“হেলমেট পরিধান করুন, নিরাপদে বাড়ি ফিরুন

পুলিশের ভয়ে নয়,নিজের সুরক্ষা এবং নিরাপদে পরিবারের নিকট ফেরার জন্য, মোটর সাইকেল চালক এবং আরোহী উভয়ই হেলমেট পরিধান করুন, “হেলমেট পরিধান করুন, নিরাপদে বাড়ি ফিরুন”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষে রবিবার বিকেলে কুড়িগ্রাম জেলার শাপলা চত্তরে ট্রাফিক পুলিশ বক্স এর সামনে মোটরসাইকেল চালক এবং আরোহীদের ১০০% হেলমেট পরিধান নিশ্চিতসহ ট্রাফিক আইন মেনে চলাচলের লক্ষে সচেতনতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত অভিযানে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম সদর থানা এলাকা সহ অন্যান্য সকল থানা এলাকায় মোটরসাইকেল চালক এবং আরোহী উভয়ই হেলমেট পরিধান সহ ট্রাফিক আইন মেনে চলাচলের লক্ষে একযোগে এই সচেতনতা ও বিশেষ অভিযান পরিচালনা হয়।