২ লাখ টাকার গরুর চামড়া ৫০০ টাকা

খুলনায় কোরবানির পশুর চামড়ার দামে ধস নেমেছে। পানির দামে কোরবানির পশুর চামড়া কিনছেন ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দাম তো দূরের কথা লাখ টাকার গরুর চামড়া বিক্রি হচ্ছে ২০০ টাকা।

খুলনায় ঈদের প্রথম ও দ্বিতীয় দিন পশুর চামড়া কেনা-বেচা হয়েছে কম টাকায়। গত বছর যে দামে ছাগলের চামড়া বিক্রি হয়েছে এবার সেই দামেই গরুর চামড়া বিক্রি হচ্ছে। গরিব-মিসকিনের অধিকার চামড়ার মূল্য কমায় ক্ষুব্ধ স্থানীয়রা।

বৃহস্পতিবার খুলনার শেখপাড়া চামড়া পট্টিতে গিয়ে দেখা যায়, ছোট-বড় আকারভেদে প্রতিটি চামড়া মাত্র ১০০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এখানে চামড়া বিক্রি করতে আসা জাহাঙ্গীর আলম বলেন, দুই লাখ টাকা দিয়ে গরু কেনে কোরবানি দিয়েছি। সেই গরুর চামড়া বিক্রি করেছি মাত্র ৫০০ টাকা।

মৌসুমি চামড়া ব্যবসায়ীরা জানান, এবার ধরা খেয়ে গেছেন তারা। চামড়ার দাম এতো কমে যাবে তা ধারণা করতে পারেননি তারা।

মৌসুমি চামড়া ব্যবসায়ী ইব্রাহিম বলেন, এবার চামড়ার দাম কম হবে ধারণা করেছি। কিন্তু তাই বলে ১০০ টাকা চামড়া বিক্রি হবে তা বুঝিনি। ২০০ টাকা ধরে চামড়া কেনে ১০০ টাকা বিক্রি করেছি।

খুলনার চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম ডালী বলেন, চামড়ার দাম কম হওয়ায় ৫০ শতাংশ চামড়া ভারতে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে।