৩৬ ঘণ্টা পর বাগে এল মারুতি কারখানায় ঢুকে পড়া চিতা

মানেসারের মারুতি কারখানার ভিতর বৃহস্পতিবার ঢুকে পড়েছিল একটি চিতা। ৩৬ ঘণ্টা পর অবশেষে ঘুম পাড়ানো গেল তাকে।

বাগে এল চিতা।
বৃহস্পতিবার সকালে সিসিটিভিতে ধরা পড়ে কারখানার মধ্যে একটি চিতা ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় কারখানার কাজ। প্রাণভয়ে ছুটাছুটি শুরু করে কর্মীরা। খবর দেওয়া হয় বন দফতরে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। বার বারই সিসিটিভিতে নজরে আসে চিতাটির গতিবিধি। কারখানা জুড়ে চলে চিরুনি তল্লাশি। কিন্তু কিছুতেই চিতাটিকে বাগে আনা যাচ্ছিল না।

শেষমেশ শুক্রবার দুপুর পৌনে ২টারি দিকে কারখানার ইঞ্জিন প্ল্যান্টের মধ্যে ফের চিতাটিকে দেখতে পাওয়া যায়। এবার আর সুযোগ নষ্ট করেননি বন দফতরের কর্মীরা। চিতাটি ধরতে আরও দুটি খাঁচা পাতা হয়। দেওয়া হয় ছাগল ও কাঁচা মাংসের টোপও।

অবশেষে ৩৬ ঘণ্টা পর বনকর্মীদের ছোঁড়া ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় চিতাটি। তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, হরিয়ানায় মারুতি কারখানাটির কাছেই একটি জঙ্গল রয়েছে। সেখান থেকেই চিতাটি ঢুকে পড়ে বলে মনে করা হচ্ছে।