আ.লীগ নেতাকর্মীদের পকেট মারলেন সাইফুল
সবসময় প্রতারক চক্র ফাঁদ পেতে থাকে কখন অাসবে সুযোগ। সেই সুযোগে মানুষের সর্বনাশ করে তারা। এবার টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে আওয়ামী লীগের পথসভায় নেতাকর্মীদের পকেটমারের ঘটনা ঘটেছে।
প্রতারক চক্রের কবলে পড়ে শনিবার আওয়ামী লীগের পথসভায় নগদ টাকা ও মোবাইল খুইয়েছেন অনেক নেতাকর্মী। পরে পথসভা থেকে ৯২ হাজার টাকাসহ একজনকে আটক করেছে জনতা। আটক ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম। তার বাড়ি ঢাকায়। টাঙ্গাইল পুলিশ ফাঁড়ি সূত্রে এ তথ্য জানা গেছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ বলেন, পথসভায় ভিড়ের মধ্যে পকেটভর্তি টাকা দেখে লোকটিকে সন্দেহ হয়। পরে পুলিশকে জানালে তারা লোকটিকে আটক করে।
পকেটমারের শিকার টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বালা বলেন, টাকা ফেরত পেয়েছি। ট্রেন থেকে নামার সময় পাঞ্জাবির পকেট কেটে টাকাগুলো নিয়ে যায় পকেটমার।
স্থানীয় সূত্র জানায়, পথসভায় আওয়ামী লীগের সফররত প্রতিনিধি দলের একাধিক সদস্য মোবাইল ফোন খুইয়েছেন। তবে তাদের ফোন পাওয়া যায়নি।
ভিড়ের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার আবু সাঈদসহ বেশ কয়েকজনের মোবাইল ফোন চুরি হয়েছে।
প্রসঙ্গত, সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতে উত্তরাঞ্চলে ট্রেন সফর করছে আওয়ামী লীগ। এ ট্রেন যাত্রার মধ্য দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলোতে নির্বাচনী সফর করবে দলটি।
ট্রেন সফরে আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন