টাঙ্গাইলে যমুনা নদীতে তিনটি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস
টাঙ্গাইলের সদরে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে তিনটি বাংলা ড্রেজার ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মাহমুদনগর এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন।
সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে একটি মহল বালু উত্তোলন করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে যমুনা নদীতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন