আত্মার আত্মহরণ || আফসান আলম

আত্মার আত্মহরণ
আফসান আলম


নানানভাবে হয় কবির মরণ
তোমরা কি জানো কিসে হয় আত্মার মরণ?
কবির আত্মা মরে অবহেলায়
লাঞ্ছনা-বঞ্চনার অবলীলায়।
দাবানলের দাবদাহ তারে পোড়ায় না
লোকের আঘাত গায় তার আঘাত হানে না
অবলা নারী-শিশুর ক্রন্দন
মানুষে – মানুষে বিভেদ, সংঘাত
কবি অন্তরে হানে জোড়াল আঘাত।

মেধার অবমূল্যায়ন,
ঘরে ঘরে সমভ্রমহারা লাঞ্ছিতা!
বৃদ্ধাশ্রমে পড়ে আছে কত শত পুত্রের জননী।
কারো আবার নেই সুস্থভাবে বেড়ে ওঠার অধিকার
কারণ শিরায় তার রক্ত বইছে পতিতার।
তবে কে বানালো পতিত তারে
কে বানালো ডাকাত তারে
কে দিলো রে হাতে তুলে তার
মরণ অভয়ে ফাঁসির দড়ি?

রোজ এই ধর্ষণ
রোজ আত্মহরণ
রোজ শুনি জন্মিলো সমাজে আরেক কুম্ভকরন-
এতেই আত্মার মরণ।
শুধু কবির নয়
প্রতিটা আত্মার আত্মহরণ!