বঙ্গবন্ধুকে নিয়ে হাবিবের গান ‌‌‌‌‍’রক্তের ঋণ’ প্রশংসিত (ভিডিও)

জাতীয় শোক দিবসকে উপলক্ষ্য করে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বিশেষ গান নিয়ে হাজির হয়েছেন, প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী-গীতিকবি হাবিব মোস্তফা। ‘তোমার এক ফোঁটা রক্তের ঋণ, আজও আমি অশ্রুহীন-চোখে কেঁদে যাই অবিরাম, দিতে পারিনি আমি তোমার স্বপ্নের দাম, ঘুমাও তুমি জাতির পিতা, লাল সবুজের পতাকাতে মিশে আছো প্রাণের নেতা’ এমন হৃদয়গ্রাহী কথামালার গানটির শিরোনাম ‘রক্তের ঋণ’। গাওয়ার পাশাপাশি গানটি লিখেছেন, সুর করেছেন হাবিব মোস্তফা নিজেই।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়া শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যদের আত্মার প্রতি সম্মান জানিয়ে গানটি প্রকাশ করেছে সুরঞ্জলি। সঙ্গীত আয়োজন করেছেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক অণু মোস্তাফিজ। হাজী তুহিনের পরিকল্পনা ও তত্বাবধানে পলাশ খানের পরিচালনায় গানটির ভিডিওতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন হাজী তুহিন ও কেয়া চৌধুরী।

গানটি প্রসঙ্গে হাবিব মোস্তফা বলেন, শেখ মুজিব কখনোই রাজনৈতিক ইস্যু নয় তিনি আমাদের জাতীয় সম্পদ, বঙ্গবন্ধু সকলের মাথার তাজ। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে একাত্তরের রক্তস্রোত পাড়ি দিয়ে কোটি জনতা স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে, পৃথিবীর মানচিত্রে ‘বাংলাদেশ’ নামক একটি সবুজ ভূখন্ডের জন্ম হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হল, এমন মহান নেতাকেই বিপদগামী কিছু হায়নার হাতে স্বপরিবারে নির্মমভাবে জীবন উৎসর্গ করতে হয়েছে। তাঁর এই নিরপরাধ ‘রক্তের ঋণ’ শোধ করার উপায় নেই কোনোভাবেই। আজও শিশু রাসেলের নিষ্পাপ মুখ আমাদের অশ্রুহীন নির্বাক বোবা কান্নায় পাথর করে দেয়। আকাশ বাতাসে প্রকম্পিত এই শোকগাঁথা। একজন সংস্কৃতিকর্মী হিসেবে নিজ প্লাটফর্মে থেকে পনের আগস্টের এই বিয়োগান্তক ঘটনা নিয়ে একটি গান করার তাগিদ অনুভব করি। সেই ভাবনা থেকেই গানটির জন্ম।