বিচ্ছেদের আশঙ্কায় প্রেমে অনীহা নতুন প্রজন্মের : গবেষণা‌

প্রেমে পড়লেই বিচ্ছেদ হবে, সেই আশঙ্কায় নাকি প্রেম করতে চাইছেন না নতুন প্রজন্ম। ইতালি ভিটা স্যালুট সান রাফালে বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণা করে এমনই তথ্য প্রকাশ্যে এনেছে।

নতুন প্রজন্মের যুবক-যুবতীদের ওপর সমীক্ষা চালিয়ে তারা দেখেছেন, অধিকাংশই তাদের প্রেম নিয়ে উদাসীন। সঙ্গীর সঙ্গে সম্পর্কের বিষয়ে কতটা কতটা তারা কমিটেড সেই প্রশ্নের উত্তরই অধিকাংশ যুবক যুবতী দিতে পারেননি।

শুধু তাই নয়, পাশাপাশি প্রত্যেকের কথাতেই উঠে এসেছে সম্পর্কের উদাসীনতা। সকলেরই মতে সম্পর্কে বেশি মাত্রায় নিমগ্ন হলে মন ভাঙার প্রবণতা বাড়ে। সেকারণেই একাধিক সম্পর্ক আর একাধিক ব্রেকআপের মত ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন গবেষকরা।

অনেকে আবার ঘনঘন ব্রেক আপ মেনে নিতে পারবেন না বলেই প্রেম এড়িয়ে যাচ্ছেন। কখনোই পুরোপুরি একটি সম্পর্কে জড়াতে চাইছেন না তারা। কোনও একটি সম্পর্কে তারা নিবিড় হতে পারছেন না।