বিমানে মহিলা যাত্রীর সিটে প্রস্রাব করল মদ্যপ সহযাত্রী!

মাঝ আকাশে বিমান। ঠিক ওই সময় দাঁড়িয়ে মহিলা যাত্রীর সিটে প্রস্রাব করল তারই সহযাত্রী। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত ওই মহিলা সিট পরিবর্তন করে অন্য সিটে বসতে বাধ্য হন। পরে জানা গেছে, প্রস্রাবকাণ্ড ঘটানো ওই সহযাত্রী ছিলেন মদ্যপ।

গত ৩০ আগস্ট এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইটে এই ঘটনাটি ঘটেছে। খবর: আনন্দবাজার।

জানা গেছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি নিউ ইয়র্ক থেকে দিল্লি আসছিল। ওই সময় মাঝ আকাশেই এক যাত্রী মদ্যপ অবস্থায় ওই মহিলা সহযাত্রীর সিটে প্রস্রাব করেন।

তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বিষয়টি বিমানকর্মীদের নজরে আনেন ওই মহিলা। তবে অভিযোগ, ভুক্তভোগী মহিলাকে অন্য সিটে বসতে দেয়া ছাড়া ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

মহিলা ঘটনাটি তার মেয়ে ইন্দ্রাণী ঘোষকে জানান। তিনি তখন বিষয়টি টুইট করে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু, সুষমা স্বরাজ এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে জানান।

তিনি বলেন, এই ঘটনার পর থেকেই তার মা আতঙ্কে ভুগছেন। এতো বড় একটা কাণ্ড ঘটানোর পরও কেন ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি সেই প্রশ্নও তোলেন তিনি।

পরে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা এয়ার ইন্ডিয়াকে বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয় ও ডিজিসিএ-কে রিপোর্ট দেয়ার নির্দেশ দেন।

এয়ার ইন্ডিয়া ওই মহিলা যাত্রীর কাছে ক্ষমা চেয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।