শহরে বসন্ত || অনিন্দ্য আসাদ

শহরে বসন্ত
অনিন্দ্য আসাদ


আমার শহরে নেমেছে
একদল আগুনের জ্বলন্ত মশাল
উত্তাল তান্ডবে পুরোটা শহরে ছড়িয়ে পড়েছে শিমুল পলাশ এবং কৃষ্ণচূড়ার নির্মল
লাল রঙের আগুন।
আজ সুচি হবে শহরের সবগুলো
অলি গলি, গাঁদা ফুলের হলুদ
ছড়িয়ে দিয়েছে মায়াবী চাদর।
দু’চোখে নেমেছে হাসির ফোয়ারা
আজ কিছু একটা হবেই এ শহরে, কোথাও বসার জায়গা নেই এক ইঞ্চি,
যেনো নিলাম বিজয়ী দখলে নিয়েছে পুরোটা শহর।
চারিদিকে শুধু ফুল আর ফুল
পাখিরা আজকে অকুতোভয়
সব পাখি মানুষের খুব কাছাকাছি এসে গড়েছে অটুট বন্ধন।
ফুল বেচা কিশোরীর মুখে
ফুটেছে শুকনো হাসির ঝিলিক,
স্বর্গীয় সব দূতেরা এসেছে
আমাদের এই লৌকিক শহরে।