স্তন্যপান করিয়ে পরিত্যক্ত সদ্যজাতকে বাঁচালেন নারী কনস্টেবল

যে মা জন্ম দিয়েছিলেন, তিনি ঝোঁপের পাশে ফেলে যান, পরিত্যক্ত সেই ছোট্ট শিশুকেই পরম মমতায় বুকে টেনে নিলেন ভারতের ব্যাঙ্গালুরু পুলিশের এক নারী কনস্টেবল। শিশুটিকে দেখাশোনার রুটিন দায়িত্ব থেকে বেরিয়ে স্তন্যপান করিয়ে শিশুটির প্রাণ রক্ষা করলেন তিনি।

প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছোট শরীরটা খুঁজে পেয়েছিলেন নারী। তখনও সেখানে প্রাণ ধুকপুক করছিল। তখনই পাশের এক দোকানদারকে সব জানান ওই নারী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ব্যাঙ্গালুরুর দোধাতোগুরুর সেলিব্রিটি লেআউটের একটি নির্মাণাধীণ বহুতল ভবনের পাশের ঝোঁপ থেকে শিশুটিকে উদ্ধার করেন।

স্থানীয় পুলিশ স্টেশনে অর্চনা নামে এক নারী কনস্টেবলের তত্ত্বাবধানে শিশুটিকে রাখা হয়। ক্ষুধায় ছটফট করতে থাকা ওই সদ্যজাত শিশুর কান্না শুনে স্থির থাকতে পারেননি সদ্য মা হওয়া অর্চনা। বাড়িতে তার তিন মাসের শিশুসন্তান রয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সবে কাজে যোগ দিয়েছেন তিনি। পরিত্যক্ত শিশুটিকে স্তন্যপান করান ওই পুলিশকর্মী। বাচ্চাটিকে কিনে দেয়া হয় নতুন জামাকাপড়। শুধু তাই নয়, ওই সদ্যজাতের নামকরণ হয় কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর নামে।