২৫০ কোটি টাকায় বিক্রি হল ৬ ইঞ্চির বাটি!

বাটিটির ব্যাস ছয় ইঞ্চিরও কম। অথচ নিলামে যা দাম উঠলো তা চোখ কপালে উঠার মতো। ২৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে চিনামাটির তৈরি এ পাত্র।

দ্য স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি চীনে একটি চিনামাটির বাটি নিলামে তোলা হয়। যা চীনের কিং সাম্রাজ্যের ব্যবহৃত বাটি। ওই বাটি ৩০ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় আড়াইশ কোটির বেশি) কিনে নেন এক ব্যক্তি।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিলামে তোলার মাত্র ৫ মিনিটের মধ্যে এটি বিক্রি হয়ে যায়। এছাড়া অষ্টাদশ শতাব্দীতে সম্রাটের পরিবার এ বাটি ব্যবহার করেছিল বলে প্রমাণও মিলেছে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি টেলিফোনে নিলাম আয়োজকদের জানান, তিনি বাটিটি ৩০ দশমিক ৪ মিলিয়ন ডলারে কিনে নিতে চান। তবে নিজের পরিচয় গোপন রেখে সেটা কিনবেন তিনি।

আয়োজকদের দাবি, এ বাটি সম্রাটের নিজের কারখানায় তৈরি হয়েছিল। সুতরাং এ বাটি অন্য আট-দশটা বাটির মতো নয়। তাই দাম তো একটু বেশি হবেই।