টাঙ্গাইলের কালিহাতিতে সেভ দ্য রোড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/IMG20220714160407_00-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সেভ দ্য রোড টাঙ্গাইল কালিহাতি শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৩ টায় কালিহাতির জাবরাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী।
প্রধান বক্তা ছিলেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, হারুন অর রশীদ, মীর কবির হোসেন ও জাহিদুল ইসলাম মিল্টন। কালিহাতি সেভ দ্য রোড-এর স্বমন্বয়ক শাখাওয়াত হোসেন শাহীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর সদস্য সুলতানা রাত্রী, সোনারগাঁও শাখার আহবায়ক কায়েস সজীবসহ স্থানিয় সেভ দ্য রোড সদস্যগণ। উপস্থিত ছিলেন, কামরুজ্জামান খান শরীফ, সাদ্দাম হোসেন রাব্বী, মীর ইমরান হোসেন, সোহানুর রহমান, আল শাহরিয়ার, শাহরিফার ইসলাম মাহিম, কামরুল ইসলাম প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, ঈদযাত্রার ভয়ংকর পরিস্থিতিতে যেন রাজধানী ফিরতি মানুষদের না পরতে হয়; সেদিকে দৃষ্টি রেখে অবশ্যই পুলিশ-প্রশাসন-মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়ে সেভ দ্য রোড নেতৃবৃন্দ বলেন, টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, প্রয়োজনে বিআরটিসির ডিপোতে থাকা শতাধিক অতিরিক্ত বাস অনতি বিলম্বে কয়েকটি রুটে ভাগ করে যাত্রী বহনের ব্যবস্থা করতে হবে, কোথাও যেন যাত্রীকে জিম্মি করে ঈদের আগের মত ৩/৪ গুণ ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়ে সতর্কতার জন্য ম্যাজিষ্ট্রেট টিম জেলা শহরের বাস স্ট্যান্ডে সক্রিয় রাখতে হবে, একই সাথে দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ-এর সতর্ক প্রহরা ৫ কিলোমিটার পর পর নিশ্চিত করতে হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন